স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মানুষ। ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যায় ইতোমধ্যে পঁয়তাল্লিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর দক্ষিণ উপজেলায় বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় ত্রান সামগ্রী বিতরণ করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম এবং সদর দক্ষিণ উপজেলা ভূমি সৈয়দ রেফাঈ আবিদ, ত্রান বিতরন কালে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বন্যা কবলিত লোকজনকে শুকনো খাবার দেওয়া হচ্ছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের লোকজনও খাবার নিয়ে পানিবন্দি মানুষের পাশে থেকে সহযোগিতা করছেন। উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে বানভাসি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আরো পড়ুন।
http://টেকনাফে প্রয়াত বিএনপি নেতার ইসালেছওয়াব মাহফিলে বক্তারা