খাগড়াছড়িতে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নুরুল ইসলাম (টুকু) খাগড়াছড়ি প্রতিনিধি।।
“স্বাস্থ্যসেবার মানন্নোয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে খাগড়াছড়ি পৌরশহরের চেঙ্গী স্কোয়ার ফোর পয়েন্ট ক্যাফে এন্ড রেস্টুরেন্টে ‘বাংলাদেশ হেলথ ওয়াচ’ এর সহযোগিতায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও জাবারং কল্যাণ সমিতির আয়োজনে এ সভা করা হয়।
সভায় জাবারং কল্যাণ সমিতির প্রোগ্রাম কর্মকর্তা বিদ্যুৎ জ্যোতি চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা, সহ-সভাপতি অংপ্রু মারমা, সমাজকর্মী ধীমান খীসা, খাগড়াছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক ত্রিনা চাকমা, জাবারং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ হেলথ ওয়াচ এর সমন্বয়ক মাহরুবা খানম, প্রোগ্রাম ম্যানেজার রাজেশ অধিকারী।
মুক্ত আলোচনায় মতবিনিময় সভায় বক্তারা, সমসাময়িক বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের অনিয়ম, সেবার মানোন্নয়নের লক্ষ্যে করণীয় বিষয় সহ বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আলোচনা করা হয়। দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণে কিভাবে সেবা দেওয়া সম্ভব এবং বাংলাদেশ হেলথ ওয়াচ কিভাবে জনকল্যাণে স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছেন তা তুলে ধরা হয়।
আরো পড়ুন।