খাগড়াছড়ির রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯শে নভেম্বর) বিকেলে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম, রামগড় উপজেলা শাখার আয়োজন ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সার্বিক সহযোগিতায় বাঁশরী ফুটবল টুর্নামেন্ট এর আহবায়ক আলিম উল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন,পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন ভূইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মহিন উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফায়েত উল্লাহ প্রসুখ।
উদ্বোধনীয় খেলায় কবিরহাট ক্লাব নোয়াখালী ২--০ গোলে একতা সংঘ বল্টুরামটিলা রামগড় কে পরাজিত করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নিখিল দে, জাহিদ হাসান, বিশাল দে, শুভ ভৌমিক । ধারাভাষ্যে ছিলেন মোঃ হানিফ ও কাউসার আহমেদ। ম্যাচ কমিশনারের দায়িত্বে ছিলেন তুহিন কুমার দে, সুলতান মাহমুদ ।
খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন কবির হাট ক্লাবের খেলোয়াড় সাকির আহমেদ।
এছাড়াও উদ্বোধনীয় অনুষ্ঠানে বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত ফুটবল প্রেমিকরা,স্থানীয় প্রশাসন, সরকারি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি,সুশীল ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।।
আরো পড়ুন।
http://ইন্দুরকানীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।