খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক উদ্ধার অভিযানে গতকাল রাত আনুমানিক ৮.৪৫ ঘটিকায় খালিশপুর থানাধীন বৈকালী মোড় সংলগ্ন জনৈক সুলতানের চায়ের দোকানের সামনে খুলনা-যশোর রোডের উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে ১৮০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল নামক ট্যাবলেটসহ সৈয়দ আরাফাত আকাশ (২৫), পিতা-সৈয়দ আছাদ, তরফদার বাড়ি, বৈকালী মাজার রোড, থানা-খালিশপুর, জেলা-খুলনাকে গ্রেফতার করা হয় মর্মে কেএমপি মিডিয়া থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আরো পড়ুন।