কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা বমু বিলছডি ইউনিয়ন যেন এক সিট মহল। দীর্ঘদিন ধরে আলোর নিচে অন্ধকারের মত পড়ে রয়েছে এ এলাকার লোকজনের যাবতীয় উন্নয়ন । রাস্তা নেই ঘাট নেই মসজিদ নেই মক্তব নেই কোন ধর্মীয় শিক্ষা অনুষ্ঠান । দেশের অন্যান্য এলাকার ন্যায় এই এলাকায় রয়েছে উন্নয়ন বঞ্চিত ।
সরে জমিনে গিয়ে দেখা গেছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বুমুবিল ছরি ইউনিয়নের পাদুুখোলা আট নং এলাকায় মানুষ, মুসল্লীরা নামাজ পড়া নিয়ে মসজিদ সংকটে চরম বিপাকে পড়তে হয়েছিল।
এ সংকট নিরসনে মুসল্লিদের জুমার নামাজ আদায় করার জন্য গ্রামবাসীর সকলেই সাহায্যের হাত বাড়ি দিয়েছিল মাসজিদ নির্মাণের কাজে৷
তারি ধারাবাহিকতায় এলাকার এলাকার ওয়ার্ড মেম্বার ও বহুবিল চুরি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ সহ কিছু লোক হিসাবে ও সাহায্য দিয়ে নির্মাণ কাজ চলিতেছে।
এ সময় আমাদের প্রতিনিধি কে পাদু খোলা জুমা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার মনির আহমদ জানায় গ্রাম বাসিরা প্রত্যেকে কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার করে চাঁদা তুলে এই নির্মাণ কাজ শুরু করেছি উক্ত নির্মাণ কাজে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যানের আশু হস্তক্ষেপ ও সাধারণ মুসল্লিদের সাহায্য সহযোগিতার আহ্বান জানান।
আরো পড়ুন।
http://বান্দরবানে নানা আয়োজনে পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস।