এক বছরে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে ৪০০টি ঘটনা নিস্পত্তি করা হয়েছে। প্রতিষ্ঠিত এ গ্রাম আদালত ইউপি সদস্যদের নিয়ে জুরি বোর্ডের মাধ্যমে পরিচালনা করা হয়। আর এতেই জনগনের আস্থায় পরিণত হচ্ছে ইউনিয়ন পরিষদের গ্রাম আদাললতটি।
সেবা পেয়ে ও সমাধান পেয়ে জনগনও হচ্ছে খুশি। বাড়ছে আস্থা। নওগাঁর আত্রাই উপজেলার ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদে গঠিত গ্রাম আদালত ধীরে ধীরে সবার আস্থার প্রতীক হয়ে উঠছে।
স্থানীয় বিচার প্রার্থীরা বলেন, আমরা দরিদ্র মানুষ। গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার পেয়ে আমরা থুশি। মামলা- মোর্কদ্দমাসহ বিভিন্ন চক্কর ও অর্থ অপচয় থেকে মুক্তি পেয়েছি। নিজের গ্রামেই বিচার হয় বাড়তি কোনো টাকা পয়সা লাগে না। যাতায়াতের কোনো সমস্যায় পড়তে হয় না। ইউনিয়ন চেয়ারম্যান মোঃখবিরুল ইসলাম বলেন, প্রথম প্রথম গ্রাম আদালতের বিচার নিয়ে ইউনিয়ন বাসির মধ্যে কিছুটা দ্বিধা-দ্বন্ধ কাজ করত। পরে ন্যায় বিচার পেয়ে মানুষের সন্দেহ কাটে। যার ফলশ্রুতিতে গত এক বছরে পারিবারিক কলহ জমি সংক্রান্ত বিরোধ, মারামারি সংক্রান্ত ৪০০টি ঘটনার নিস্পত্তি হয়েছে এ গ্রাম আদালতে। তিনি বলেন, অধিকাংশ বিচারে আমার থাকার সুয়োগ হয়েছে। গ্রামের অসহায় ও দরিদ্র মানুষ বিচার চেয়ে সুষ্ঠ ও ন্যায়বিচার পেয়েছেন। যেটা আমাদের কাছে খুব শাস্তি দায়ক। কারণ নিজের ইউনিয়ন পরিষদে বিচার হয়। বাড়তি কোনো টাকা পয়সা লাগে না। যাতায়াতের কোনো সমস্যায় পড়তে হয় না।গ্রামের মানুষ বিচার চেয়ে ন্যায়বিচার পেয়েছেন।
আরো পড়ুন।
http://বাঁশখালীতে মামার বাড়ির পিছন থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার!