কক্সবাজারের চকরিয়ায় অবৈধ ৩টি স'মিল (করাতকল) এ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
৩ নভেম্বর (রবিবার) উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের ফাঁড়ি এলাকায় ফোর স্টার, টু স্টার ও মিনার স'মিল নামে তিনটি অবৈধ করাত কলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সিলগালা করে দেওয়া হয়। উক্ত স'মিল সমূহ থেকে পাঁচটি মেশিন, ছয়টি চাকা, করাত এবং আনুমানিক ২৫-৩০ ঘনফুট বিবিধ গাছ জব্দ করে ডুলাহাজারা বিট হেফাজতে নিয়ে আসা হয়।
অভিযানে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এর নেতৃত্বে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসার মেহরাজ উদ্দিন, কয়েকজন ফরেস্ট বিট অফিসার, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।