কক্সবাজারের চকরিয়ায় শওকত উসমান বাবু নামে এক চিংড়ি ঘের কর্মচারী গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১২:৩০ টায় উপজেলার রামপুরা মৌজাস্থ পেকুয়ার রাজু’র ঘোনায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ যুবক বদরখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা নাসিরের পুত্র।
ঘটনাস্থল চিংড়ী ঘেরটি পরিচালনা করে আসছেন বদরখালীর নাসির গং। রাতে নাসিরের ছেলে শওকত উসমান বাবু সহ অন্যান্য লোকজন ঘোনায় টহল দিচ্ছিল। এ অবস্থায় পার্শ্ববর্তী একটি ঘের দখল নিয়ে পালা কাটা ও হরিয়া ঘোনার দুপক্ষের মধ্যে রাতে গুলাগুলি ঘটনা ঘটে। এদের ছুঁড়া গুলিতে শওকত উসমান বাবুর পুরো শরীর ঝাঁজরা হয়ে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় লোকজন সেখান থেকে উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আরো পড়ুন।