বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসাধারণের মাঝে সুলভ মূল্যে ডিম বিক্রি করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের সামনে এই ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সুপন নন্দী, উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদাসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জসিম উদ্দিন জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের কাছে সূলভ মূল্যে ডিম পৌছে দেয়ার লক্ষ্যে সুলভ মূল্যে ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে কিছুটা হলেও জনদূর্ভোগ লাগব হবে।
আরো পড়ুন।
http://সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।