চাঁদপুর শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্হানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠন এবং প্রবাসীদের সহযোগিতায় গতকাল বন্যা দুর্গত মানুষদের হাতে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক এবং সূচীপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা। উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মিয়াজি। স্হানীয় বিএনপি নেতা এবং শোরসাক বাজার কমিটির সাবেক সভাপতি মোস্তফা কামাল মোল্লা। ফিরোজ আলম, ইদ্রিস, যুবদল নেতা আরিফ হোসেন, মিরাজ হোসেন। ছাত্র দল নেতা সাহাদাত হোসেন, জোবায়ের হোসেন রনি সহ স্হানীয় ছাত্রদল যুবদল শ্রমিকদল সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় মনির হোসেন মোল্লা বলেন, পেশি বাদী সরকারের সময় আমরা গায়েবি মামলা হামলার শিকার হয়েছি জেল জুলুমের শিকার হয়েছি তার পরেও দেশের এই সংকটময় মুহূর্তে স্হানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠন এবং প্রবাসীরা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এসে বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।
সাম্প্রতিক অতি বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে শাহরাস্তি উপজেলার জেলার লক্ষাধীক মানুষ ভয়াবহ ক্ষতির মুখে পড়েছেন। জাতির এই দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সামগ্রী বন্যার্তদের মাঝে পৌঁছে দিতে পেরেছি। আমরা সংকটময় মুহূর্তে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
আরো পড়ুন।
http://দেড় যুগ ধরে বিএনপি যে জনপ্রিয়তা অর্জন করেছে তা অক্ষুণ্ণ রাখতে হবে: শ. ই. রাহী