বরিশাল সদর উপজেলা ৮ নং চাঁদপুরা ইউনিয়ন দক্ষিণ কুন্দিয়াল পাড়া ধলু সরদারের ছেলে আনসার সরদারের উপরে হামলাকারী সন্ত্রাসী ও দূরদর্শ ডাকাত গাল কাটা কালা ফারুক পুলিশের হাতে গ্রেফতার হয়
দখলবাজ নারী লোভী ডাকাতের সরদার সন্ত্রাসী গাল কাটা কালা ফারুক অবশেষে গ্রেপ্তার হলো তার গ্রেফতারের কথা শুনে বরিশাল সদর উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ জনগণ তাদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলেই সাধারণ জনগণ মনে করেন গাল কাটা কালা ফারুকের অত্যাচারে গ্রামগঞ্জের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়েছে এই ভূমিদস্য মানুষের জায়গা দখল মাছের গীর দখল রাতের বেলায় মানুষের গরু ছাগল চুরি মানুষের বাড়ি ঘর লুট করাই ছিল তার পেশা এ সমস্ত অপরাধের দায়ে তার বিরুদ্ধে সদর উপজেলায় বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার সকল সহযোগীদের কে ও গ্রেফতারের দাবি জানাচ্ছি বর্তমানে এই ভূমিদস্য জেল হাজাতে রয়েছেন এলাকাবাসী তার উপর ক্ষুব্ধ এবং তার কঠিন শাস্তি দাবী করছেন
আরো পড়ুন।
http://মঠবাড়িয়া স্বামীকে বাঁচাতে তিন সন্তান বিক্রি করতে চান স্ত্রী