ছোট্ট চিরকুটে বিশাল ভালোবাসা

ছোট্ট চিরকুটে বিশাল ভালোবাসা

নীলিমা আক্তার নীলা

তোমাকে ভালোবাসি বলেই
বাঁচতে ইচ্ছে করে
ঘুম থেকে উঠে
সকাল দেখতে ইচ্ছে করে।
ইচ্ছে করে
হাতে হাত রেখে পড়ন্ত বিকেলে
মতি মিয়ার ছোট্ট দোকানটায়
ভাঙা চেয়ারে বসে চা খেতে।
নৌকোর বুকে বসে
পানিতে দু’টো পা ভাসিয়ে
গভীর এক মিষ্টি আনন্দে
ইচ্ছে করে
তোমাকে পানির ঝাপটা দিতে।
বাসে কিংবা ট্রেনে
তোমার কাঁধে মাথা রেখে
পৃথিবী দেখতে ইচ্ছে করে
ইচ্ছে করে
এলোমেলো গল্পে হারিয়ে যেতে
বিশাল এক আনন্দের ছোঁয়া
পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে।
বাইকে বসে
তোমাকে আলতো হাতে জড়িয়ে ধরে
নির্মল সতেজ আনন্দে
সাগর কিংবা পাহাড়ের
আঁকাবাকা পথ পাড়ি দিয়ে
ছুটে বেড়াতে ইচ্ছে করে কয়েকশো মাইল।
ভালোবাসার মিষ্টি গল্পটা
ভাগাভাগি করতে ইচ্ছে করে
সীমাহীন পৃথিবীর বুকে,
জানাতে ইচ্ছে করে
আমাদের নির্মল ভালোবাসাটা কতোটা শক্ত করে
হৃদয় জুড়ে রক্তের সাথে বাঁধানো।
আকাশটা একদিন জানিয়ে দিবে
পৃথিবীর বুকে লিখে দিবে
আমাদের প্রেমের মিষ্টি গল্প।

আমি যেদিন থাকবো না
আমার ছোট্ট চিরকুটটি দেখে নিও
ছোট্ট চিরকুটে বিশাল ভালোবাসা।

আরো পড়ুন।

 

http://বান্দরবান রুমায় সেনা জোনের ( ১বীরের) উদ্যোগে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *