জেলা আওয়ামীলীগ নেতা ইউনুছ বাঙ্গালী র‍্যাবের হাতে আটক।

জেলা আওয়ামীলীগ নেতা ইউনুছ বাঙ্গালী র‍্যাবের হাতে আটক।

জেলা আওয়ামীলীগ নেতা ইউনুছ বাঙ্গালী র‍্যাবের হাতে আটক।

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজার জেলার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সাবেক সদস্য, সাবেক টেকনাফ উপজেলা  ভাইস চেয়ারম্যান ইউনুছ বাঙালি’কে টেকনাফের হ্নীলা বাজার এলাকার তার নিজ বাড়ী থেকে আটক করেছে র‌্যাব।
২৫ অক্টোবর রাত ২ টা ৪৫ মিনিটের দিকে র‍্যাব – ১৫ এর সদস্যরা এই অভিযান পরিচালনা করেছেন।

তার বিরুদ্ধে   টেকনাফ মডেল থানার মামলা নং ২২/৫৪৪, তাং০৮/১০/২০২৪, ধারা-বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ১৫ (৩)/২৫, তৎসহ ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩০৭/৪২৭/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০ মোতাবেক মামলা রয়েছে বলে র‍্যাব জানিয়েছেন।

এই মামলার পরিপ্রেক্ষিতে   গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে ২৫ অক্টোবর রাত আনুমানিক ২০.৪৫ ঘটিকার সময় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উক্ত এলাকা থেকে বর্ণিত মামলার সন্ধিগ্ধ আসামী মোহাম্মদ ইউনুস (৫২), পিতা-আবুল খাইর, সাং-পূর্ব শিকদারপাড়া, ৩নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী ইউনুছ বাঙ্গালী কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন র‍্যব ১৫ এর ল” এন্ডমিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান পিপিএম সেবা।
এব্যাপরে টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ গিয়াসউদ্দিন বলেছেন ধৃত আসামী কে আইনী প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আরো পড়ুন।

 

http://বাঁশখালী সাধনপুর ইউনিয়ন পরিষদে আগত প্রান্তিক মুসলমানদের জন্য এবাদত খানা ও পরিষদের প্রধান গেইট শুভ উদ্বোধন করা হয়েছে

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *