টাঙ্গাইল মির্জাপুরে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গনহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিএনপির উদ্যোগে দুই দিনের অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে মির্জাপুরে।মির্জাপুর পৌর বিএনপির উদ্যোগে সকালে মির্জাপুর পুরাতন বাস স্ট্যান্ড শহীদ মিনারের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির প্রথমদিনে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলীর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রনেতা,বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব। প্রধান অতিথি সাঈদ সোহরাব বলেন অবিলম্বে ছাত্রজনতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান এবং বিএনপির সকল নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান,
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তোজাম্মেল হোসেন প্রিন্স,গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাসেল ,পৌর বিএনপির সহ- সভাপতি হাজী সোহরাব,
এ সময় আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা সাবেক স্বেচ্ছাসেবদলের সভাপতি খন্দকার মোবারক হোসেন, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান মাসুদ,লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি,উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মাসুদ শিকদার,সাবেক যুগ্ন আহবায়ক শাহীন, কারা নির্যাতিত নেতা হাজী ফারুক হোসেন
বিএনপির পৌর ওয়ার্ড এর সভাপতি শহীদুর রহমান শহীদ,পৌর যুবদলের আহবায়ক হামিদুর রহমান লাঠু। পৌর যুবদলের সাবেক সভাপতি সেলিম মিয়া,গোড়াই শিল্পাঞ্চল শাখার শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,সাবেক উপজেলা জাসাদ সদস্য সচিব হাশেম রেজা,উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সেতু হায়দার খান,যুবদল নেতা সুজন,শ্রমিক দল নেতা রোকন, যুবদল নেতা শাহীন,মির্জাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল ফাহাদ,উপজেলা, পৌর ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ সহ এ সময় বিএনপি সহ সকল অংগসংগঠনের নেতাকর্মীগন অংশ নেয়