টাঙ্গাইলের সখিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত।
মোঃ আঃ লতিফ মিয়া
টাঙ্গাইল জেলা প্রতিনিধি,
টাঙ্গাইলের সখিপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দেশব্যাপী এই দিবসটি পালন করা হয়। সখিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী । উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , সখিপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শাকিল আনোয়ার, এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলার পূর্বপ্রস্তুতি এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের ক্ষেত্রে করণীয় বিষয়ক মহড়া প্রদর্শিত হয়, যা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এই আয়োজনের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
আরো পড়ুন।
http://পাহাড়ে ভেদাভেদ ভুলে সকল সম্প্রসাদায়ের মিলেমিশে চলার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার।