টাঙ্গাইলের সখিপুরে কৃষকদের মাঝে প্রনোদনার বোরোধান (হাইব্রিড) বীজ বিতরণ।
মোঃ আঃ লতিফ মিয়া
টাঙ্গাইল জেলা প্রতিনিধি।
টাঙ্গাইলের সখিপুরে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরোধান (হাইব্রিড) বীজ বিতরণ করা হয়। ৫ ডিমসম্বর (বৃহস্পতিবার) সখিপুর উপজেলা হল রুমে ১৬শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২কেজি করে প্রনোদনার বীজ বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি, কৃষি অফিসার নিয়ন্তা বর্মন,মৎস অফিসার পিআইও,সমাজসেবা অফিসার মনসুর আহমেদ,অতিরিক্ত কৃষি অফিসার ইসমত তারা,ইলিয়াস কৃষি, উলফাত জাহান প্রমুখ।
আরো পড়ুন। http://টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ।