মোঃ আঃ লতিফ মিয়া
টাঙ্গাইল জেলা প্রতিনিধি;
টাঙ্গাইলের সখিপুর উপজেলার পৌরএলাকার ২নং ওয়ার্ডে পারিবারিক বিরোধপূর্ণ জমিতে আপোষ মীমাংসা না করে ওঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ওঠেছে।
গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রতিবেশী আলহাজ্ব রমজান আলীর ছেলে নুরুল ইসলামের ক্রয়কৃত কাহারতা মৌজার ২৫৭২ দাগের ৮শতাংশ জমি আরেক প্রতিবেশী ইন্নছ আলীর ছেলে সোমেশ আলীর কাছ থেকে দলিল করে নেন। কিন্তু প্রতিবেশী মুনসুর আলী ছেলে প্রবাসী শহীদুল ইসলাম নুরুল ইসলামের আবাদি জমিতে একটি টিনের ঘর তুলে জমি দখলের পায়তারা করে।পরে নুরুল ইসলাম খবর পেয়ে থানায় অভিযোগ দায়ের করলে,পুলিশের সহায়তায় ঘরের কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রতিবেশী শহীদুলের দাবি, ইন্নছ আলীর মেয়ে আমার মায়ের ওয়ারিশ হিসেবে আমরা সম্পত্তির মালিক বিধায় ঘর তুলেছি। এবিষয়ে ভুক্তভোগী নুরুল ইসলাম জানান,এটি আমার কেনা সম্পত্তি হাল নাগাদ খাজনা খারিজ করা হয়েছে।