কক্সবাজারের টেকনাফের হ্নীলা ৯ নংওয়ার্ডের বাসিন্দা ঐতিহ্যবাহী জমিদার মোনাফ কোম্পানী পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগে এলাকার দোকান ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধন করেছেন।
শুক্রবার বিকাল ৩ টায় হ্নীলা ইউনিয়নের ৯ নংওয়ার্ড জাদীমুরা বাজারস্থ প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বিভিন্ন দোকানদার ও ব্যাবসায়ীরা বলেছেন মোনাফ কোম্পানি জাদীমুরা এলাকার একজন ঐতিহ্যবাহী জমিদার। তার জামিদারিত্বে রয়েছে জাদীমুরা বাজারের প্রধান সড়ক হতে পশ্চিম পাশের রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত পুরো এলাকা।
ঐএলাকার তরকারী বাজার,মাছবাজার,ও সড়কের পশ্চিম পাশের সমস্ত মুদি বাজার সহ সকল বাজারই মোনাফ কোম্পানীর নিজস্ব জমিদারের উপর।
সম্প্রতি হ্নীলার আব্দুল্লাহ নামের একব্যক্তি সরকারী বাজার ইজারা নিয়ে মোনাফ কোম্পানীর নিজস্ব মালিকানধীন জমির উপর বসানো বিভিন্ন দোকান দারদের কাছ থেকে ইজারার টাকা আদায়ের চেষ্টা করলে মোনাফ কোম্পানীর ছেলে উসমান গণি ও আমির হামজা বাধাপ্রদান করে।
এঘটনাকে কেন্দ্র করে উক্ত আব্দুল্লাহ টেকনাফ থানায় উসমান গণি ও আমির হামজাকে জড়িয়ে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে। এছাড়াও আব্দুল্লাহ এবং এলাকার কিছু রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধনে জাদীমুরা থেকে হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকা প্রায়ই ১৫ কিলোমিটার দূরত্বে একটি বাড়ী পুড়ানোর মামলায়ও তাদের কে ষড়যন্ত্র মূলক মিথ্যামামলায় জড়িয়ে দিয়েছে বলে অভিযোগ তুলেছে মানববন্ধনে।
মানববন্ধনে ব্যবসায়ী ও দোকানদারদের দাবী ইজারার নামে বাজার থেকে চাঁদা উঠাতে না পারায় উল্টো মোনাফকোম্পানীর ছেলেদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে আব্দুল্লাহ।
তারা আরো বলেছেন রোহিঙ্গা আসার পর থেকে প্রায় ৬/৭ বছর ধরে আমরা এই বাজারে ব্যবসা করে আসতেছি,
কিন্তু মোনাফ কোম্পানীর কোন ছেলে আমাদের কাছ থেকে কোনদিন চাঁদা আদায় করেনি,শুধু মাত্র স্টেশনের মসজিদের ইমাম ও হেফজখানার এতিম ছেলেদের জন্য ২০/৩০ টাকা করে নেয়। আমরা এসব মিথ্যাও হয়রানি মূলক মামলা থেকে উসমান ও আমির হামজা সহ কোম্পানি পরিবারের নাম প্রত্যাহার চাই।
আরো পড়ুন।
http://ইন্দুরকানীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।