টেকনাফের হ্নীলায়  ১২ কার্ড ইয়াবা ও ১ কেজি স্বর্ন লুটপাটকারী বার্মাইয়া কামাল আবারো ফিরেছে।

টেকনাফের হ্নীলায়  ১২ কার্ড ইয়াবা ও ১ কেজি স্বর্ন লুটপাটকারী বার্মাইয়া কামাল আবারো ফিরেছে।

টেকনাফের হ্নীলায়  ১২ কার্ড ইয়াবা ও ১ কেজি স্বর্ন লুটপাটকারী বার্মাইয়া কামাল আবারো ফিরেছে।

শামসুল আলম শারেক,টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধি।

টেকনাফের হ্নীলা চৌধুরী পাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে সম্প্রতি ১২ কার্ড ইয়াবা ও ১ কেজি স্বর্ণ  লুটপাটকারীর মূলহোতা বার্মাইয়া কামাল দুই সপ্তাহ আত্নগোনে থাকার পর আবারো প্রকাশ্য দিবালোক ফিরে এসেছে। তথ্যানুসন্ধান খোঁজ নিয়ে জানাগেছে হ্নীলা নাটমুরাপাড়া এলাকায় বসবাস কারী পুরাতন বার্মাইয়া মৃত,মোহাম্মদ সালামের ছেলে কামাল ওরফে বার্মাইয়া কামাল দীর্ঘ দিন ধরে চৌধুরী পাড়া সীমান্ত এলাকায় নিজেকে বিজিবির সোর্স পরিচয় দিয়ে সীমান্ত প্রশাসনের  চোখ ফাঁকি দিয়ে এলাকার কিছু চিহ্নিত ইয়াবা কারবারীর সাথে সখ্যতা গড়ে তুলে  ইয়াবার চালান খালাস করে কারবারীদের হাতে পৌঁছে দেয়।
একই ভাবে সম্প্রতি হ্নীলা চৌধুরী পাড়া সীমান্ত দিয়ে বিশাল একটা  ইয়াবার চালান তুলে ইয়াবার মালিকদের সাথে বনিবনা নাহওয়ায় (১২ কার্ড) ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি স্বর্ণ নিয়ে আত্নগোপনে চলে যায়।
পরে যাদের ইয়াবা তারা দফায় দফায়  বাড়িতে এসে হুমকি ধামকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
একপর্যায়ে ইয়াবার মালিকদের সাথে নিকোজিশন হওয়ায় কামাল আবারও এলাকায় ফিরে এসে  আবারো একই কায়ঁদায় বিজিবির সোর্স পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছে। কে সেই বার্মাইয়া কামাল তার খুঁটির জোর কোথায়? বিজিবির মত একটি প্রসিদ্ধ বাহিনীর নাম ভেঙ্গে নানা অপকর্ম করে  গেলেও সীমান্ত প্রশাসন নিরব কেন? এটা সচেতন এলাকাবাসীর প্রশ্ন। ইতিপূর্বে ও সে বার্মাইয়া রফিকের নেতৃত্বে নাফনদীতে দ্বীপে অবস্থান কারী দুই সন্ত্রাসী বাহিনীর রসদপাতি ও সরবরাহ দিত বলে অভিযোগ রয়েছে।
তার বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নিতে এলাকাবাসীর জোর দাবী উঠেছে।তা ছাড়া এই এলাকায় মাদক নির্মূল করা সম্ভব হবে না বলে এলাকা বাসূ জানিয়েছেন। এবিষয়ে জানার জন্য বার্মাইয়া কামালের মুটোফোনে যোগাযোগ করাহলে সে ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো পড়ুন।

 

http://বান্দরবান পার্বত্য জেলা পরিষদে অ-উপজাতি ভাইস-চেয়ারম্যান পদ সৃষ্টির দাবি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *