বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে আন্ত: উপজেলা ইউনিয়ন উপশাখা ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হ্নীলা ইউনিয়ন শাখা ক্রিকেট দল।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ২ টায় রঙ্গিখালী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মাঠে বর্ণাঢ্য আয়োজনে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন-বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ও কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাইদুল ইসলাম।
প্রধান মেহমান ছিলেন-বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক সরওয়ার কামাল সিকদার।
বিশেষ অতিথি ছিলেন-সাবেক জেলা সভাপতি রবিউল আলম, কক্সবাজার জেলা শিবিরের সেক্রেটারী মীর মুহাম্মদ আবু তালহা, টেকনাফ উপজেলার সাবেক সভাপতি সাদ্দাম হোসাইন, মোকতার হোসাইন সোহেলসহ উপজেলা দায়িত্বশীলবৃন্দ। খেলা শেষে
টেকনাফ উপজেলা শিবিরের সভাপতি তারেকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোস্তফা জামান মানিকের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন, রানারআপ দলের মাঝে ট্রফিসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
টেকনাফ উপজেলা শিবিরের বর্ণাঢ্য ফাইনাল খেলায় বাহারছড়া ইউনিয়নকে হারিয়ে টেকনাফ উপজেলার চ্যাম্পিয়ন হয় হ্নীলা ইউনিয়ন ক্রিকেট দল।
উল্লেখ্য-১৪ নভেম্বর থেকে খেলা শুরু হয় এতে টেকনাফ উপজেলার ছয়টি ইউনিয়ন খেলায় অংশগ্রহণ করেছেন।
আরো পড়ুন।