টেকনাফে এক ফেরিওয়ালা (আনডি ডেক্সী) বেপারী অপহরণের শিকার।

টেকনাফে এক ফেরিওয়ালা (আনডি ডেক্সী) বেপারী অপহরণের শিকার।

টেকনাফে এক ফেরিওয়ালা (আনডি ডেক্সী) বেপারী অপহরণের শিকার।

শামসুল আলম শারেক , টেকনাফ (কক্সবাজার)।

কক্সবাজারের টেকনাফে এক ফেরিওলা (ডেক্সি বেপারি) অপহরণের শিকার হয়েছে। গতকাল বিকাল ৪ টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী মহেশখালীয় পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এখনো পর্যন্ত অপহৃত ফেরিওলার পরিচয় পাওয়া যায়নি। অপহরণ হওয়ার পরে ছাত্র জনতা পাহাড়ের গিয়ে উদ্ধারের জন্য চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি,তাহার বিক্রি করার আসবাবপত্র পাওয়া গেছে বলে জানান ছাত্ররা।

স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার (১৩ অক্টোবর) বিকালে অপহৃত ফেরিওয়ালা ফেরি করতে ওই এলাকায় যায়, সেখানে একদল চিহ্নিত অপহরণ চক্রের কবলে পড়ে। পরে অপহরণ চক্রের সদস্যরা তাকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায়। স্থানীয় যুবক রিদুয়ান, ইয়াছিন, রফিকসহ আরো কয়েকজন মিলে ওই ফেরিওয়ালাকে অপহরণ করে নিয়ে যায় বলে জানা গেছে।
এর আগে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকার বেলাল উদ্দিন (৩২) নামের এক যুবককে অপহরণ করে পাহাড়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এখন অপহৃতের পরিবারের নিকট ফোন করে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করলে বেলালকে হত্যার হুমকিও দিচ্ছে সন্ত্রাসীরা।

এভাবেই টেকনাফে একেরপর এক অপহরণের শিকার হচ্ছে স্থানীয়রা। টেকনাফ যেন অপহরণ ও মুক্তিপণ বাণিজ্যের হটস্পটে পরিণত হয়েছে। পুলিশি ভূমিকা নির্বিকার হওয়ায় প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে বলে দাবি করেন স্থানীয় সুধী সমাজ। টেকনাফ থানায় নতুন ওসি যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা চরম অবনতি হয়েছে বলেও জানান স্থানীয়রা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি আমাদের নলেজে আছে,পুলিশ এবিষয়ে কাজ করছে এবং উদ্ধার অভিযান চলছে।

আরো পড়ুন।

 

http://পাহাড়ে ভেদাভেদ ভুলে সকল সম্প্রসাদায়ের মিলেমিশে চলার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *