শামসুল আলম শারেক , টেকনাফ (কক্সবাজার)
বড়শিতে ধরা পড়েছে ৮৫ হাজার টাকা দামের ২৫ কেজি ওজনের কোরাল মাছ। কোরাল মাছ পেয়ে খুশিতে আত্মহারা জেলে মোজাম্মেল হক।
২৪ নভেম্বর রোববার বেলা ১১ টার দিকে টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ জেটিতে বড়শি নিয়ে মাছ শিকার করতে যায় জেলে মোজাম্মেল হক।
জেলে মোজাম্মেল হক জানান, শাহপরীর দ্বীপ জেটিতে বসে সকালে নাফনদীতে বড়শি ফেলেন জেলে মোজাম্মেল হক। প্রায় এক ঘণ্টা পর বড়শি টেনে তোলার চেষ্টা করলে বড়শি ভারি ভারি মনে হয় । পরে আশপাশের একজনের ডেকে সহযোগিতা নেন। বড়শি টেনে তুলে দেখেন একটি কোরাল মাছ বড়শিতে আটকে যায় । মাছটির ওজন প্রায় ২৫ কেজি।
এই কোরাল মাছটি দাম প্রায় ৮৫ হাজার টাকা চাওয়া হয়েছে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
স্থানীয়রা জানান, প্রায় সময় বড়শিতে বড় বড় মাছ ধরা পড়ে। জেটিতে প্রতিনিয়ত জেলে ও স্থানীয়রা বড়শি নিয়ে মাছ ধরে থাকেন।
আরো পড়ুন।
http://বাংলাদেশের বসত ঘরে মিয়ানমারের ছুঁড়া গুলি।