টেকনাফে বিএনপির জন্য ত্যাগী পরিবারে সদস্যদের মিথ্যা মামলা থেকে বাদ দেওয়ার দাবী বিএনপি নেতাদের।
শামসুল আলম শারেক টেকনাফ ( কক্সবাজার) ।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রঙ্গিনখালী গাজী পাড়া এলাকায় বিএনপির জন্য ত্যাগী ও শহীদ পরিবার নামে খ্যাত,যারা দলের জন্য এক সময় নিজেদের সর্বস্বদিয়ে ত্যাগ স্বীকার করে দলের কাজ করে আসছেন সেই শহীদ শাহ জালাল ও ছৈয়দুল আমীনের পরিবারের সদস্যদের এখনো মিথ্যা মামলাদিয়ে হয়রানী করছে বলে অভিযোগ তুলেছেন হ্নীলা ইউনিয়ন বিএনপির নেতা কর্মীরা।
তথ্যানুসন্ধানে জানাযায় গত ১৬/১০/২০২৪ ইং তারিখে বাহার ছড়া উত্তরশীল খালী এলাকার জৈনক বেলাল অপহরণের ঘটনায় জড়িত ধৃত
ভীকটিম বেলালের চাচা মৃত, মকবুল আহমদের ছেলে আমির আহমদ (৫৫) রঙ্গিখালী জুম্মা পাড়া এলাকার মৃত,ফকির মিস্ত্রির ছেলে আবছার প্রকাশ রায়হান,( ৩৪)ও ও রঙ্গিখালী এলাকার মৃত,আবুল হোছনের ছেলে জসীমউদ্দিন (২৭) কে আটক করে। যার নং জি আর ৫৬৭/২৪।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরণের মুক্তি পণের টাকা,ও দেশীয় অস্ত্র সহ তাদের আটক করে পুলিশ।এব্যাপারে পুলিশ সংবাদ সম্মেলন করলেও আসামী কাকে কাকে করা হয়েছে তা জানানো হয়নি।
উক্ত মামলায় কারসাজি করে কোন পেশী শক্তির ইশারায় সৈরাচারী কায়দায় রঙ্গিখালী এলাকর ত্যাগী বিএনপির জন্য শহীদ পরিবারের সদস্য যুবদল নেতা শাহ আলম ও আবছার কে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে হয়রানী করছে বলে অভিযোগ তুলেছেন হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আবছারকামাল ছিদ্দিকী সহ বিএনপি নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অবিলম্বে যুবদল নেতা,শাহ আলম ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানিয়েছেন। এব্যাপারে বাহার ছড়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই দস্তগীর হোসেনের ০১৮১১ ৩৪০০৩৪ নাম্বার একাধিকবার ফোন মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
আরো পড়ুন।