গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৩ হতে আনুমানিক ১০০ গজ পূর্ব দিকে ফুলের ডেইল নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।
উক্ত তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল ফুলের ডেইল এলাকায় গমন করতঃ কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক০ ৮:০০ ঘটিকায় টহলদল দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে ফুলের ডেইল এলাকায় অবস্থিত হ্নীলা পুরান বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে বাঁশ ঝাড়ের দিকে যাওয়ার সময় টহলদল উক্ত ব্যক্তিদের ধাওয়া করলে দুর হতে বিজিবি’র উপস্থিতি টের পাওয়া মাত্রই উক্ত চোরাকারবারীরা তাদের সাথে থাকা দুইটি ব্যাগ পার্শ্ববর্তী ডোবায় ফেলে দিয়ে গ্রামের ভিতরে পালিয়ে যায়।
পরবর্তীতে টহলদল উক্ত ডোবায় ব্যাপক তল্লাশী চালিয়ে চোরাকারবারীদের ফেলে দেওয়া দুইটি প্লাস্টিকের ব্যাগ হতে ১,৬০,০০০ (এক লক্ষ ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে টহলদল কর্তৃক উক্ত এলাকায় ০৯ :৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারীকে সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে টেকনাফ বিজিবি -২ ব্যাটলিয়নের অধিনায়ক লেঃকর্ণেল মহিউদ্দিন আহমদ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
http://বান্দরবান প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গণি, সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার