টেকনাফে মিয়ানমারের ১৩ বিজিপি’র সদস্য আটক
শামসুল আলম শারেক ,টেকনাফ (কক্সবাজার)
প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ( বিজিপি’র) ১৩ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।
বুধবার (১৪ আগস্ট) সকালের দিকে টেকনাফের সাবরাং ও নাজিরপাড়াস্থ নাফনদী দিয়ে অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভুত পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বাংলাদেশ- মিয়ানমার সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। সীমান্তে নিছিদ্র নিরাপত্তায় বিজিবি দিন-রাত ২৪ ঘন্টা টহল পরিচালনা করা হচ্ছে ও সোচ্চার রয়েছে। এছাড়া সীমান্তের যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায়ও রয়েছে।
তিনি আরও জানান, বুধবার (১৪ই আগস্ট) মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনীর ১৩ জন বিজিপি সদস্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার সময় আটক করা হয়েছে।
উক্ত বিজিপি সদস্যদের বিজিবি’র তত্ত্বাবধানে নিরাপদ হেফাজতে নেয়া হয়েছে। এছাড়াও বিজিবি’র কাছে ইতিপূর্বে আটককৃত ১১০ জন এবং নতুন ১৩ জনসহ সব মিলিয়ে ১২৩ জন বিজিপি সদস্যকে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অতি শীঘ্রই তাদেরকে মিয়ানমার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানায়।