কক্সবাজারের টেকনাফের হ্নীলায় রোহিঙ্গা সন্ত্রাসী ও স্থানীয় কিছু দোষকৃতকারী মিলে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প অধ্যুষিত পাহাড়ী জনপদে স্থানীয়দের অপহরণ করে মুক্তি পণ নিয়ে ছেড়ে দেয়া ও মুক্তি পণ না পেলে মেরে লাশ ঘুম করা সহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদে হ্নীলা বাসস্টেশনে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক,ব্যবসায়ী ও জন সাধারণের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
০২ সেপ্টেম্বর ( বুধবার) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই মানববন্ধন ও গণ সামাবেশ চলেছে।
উক্ত মানববন্ধন ও গণ সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, সহকারীপ্রধান,প্রভাষক, ব্যবসায়ী, নেতা,ছাত্র,ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বক্তব্য রাখেন।
এ সময় রোহিঙ্গা অপহরণ কারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা গ্রহণ সহ ১১ দফা দাবী বাস্তবায়নের জন্য কক্সবাজার জেলা প্রশাসক,উপজেলা প্রশাসন,সেনা কর্মকর্তা, থানা ও বিভিন্ন প্রশাসন প্রধান বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তার।
আরো পড়ুন।
http://খাগড়াছড়িতে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকে ৭২ ঘণ্টা সড়ক অবরোধ