টেকনাফে শাহপরীরদ্বীপে গরীব অসহায় দুস্থদের মাঝে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ।

টেকনাফে শাহপরীরদ্বীপে গরীব অসহায় দুস্থদের মাঝে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ।

টেকনাফে শাহপরীরদ্বীপে গরীব অসহায় দুস্থদের মাঝে কোস্টগার্ডের শীতবস্ত্র বিতরণ।

শামসুল আলম শারেক, টেকনাফ ( কক্সবাজার)

টেকনাফের শাহপরীর দ্বীপে গরিব, অসহায়, দুস্থঃ ও শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন  বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক।এ-উপলক্ষ্যে  ২৫ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় টেকনাফ  শাহপরীরদ্বীপ বেঁড়িবাধ সংলগ্ন কোস্টগার্ডের সীমান্ত কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড  দেশের উপকূলীয় এলাকাও সীমান্ত এলাকার মানুষের সাথে সৌহার্দ পূর্ণ অবস্থান বজায় রেখে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।
পাশাপাশি গরীব, দুস্থঃ ও শীতার্থ মানুষের মাঝে বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ ডিসেম্বর কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপে গরীব, দুস্থঃ ও শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক।

এসময় টেকনাফে বাংলাদেশ  মায়ানমার সীমান্ত পরিস্থিতি,মানব পাচার,মাদকপাচার,অবৈধ অস্ত্র অনুপ্রবেশ,ও রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে কোস্টগার্ড, বিজিবি,নৌ বাহিনী সহ সকল আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনসাধারণ কে সচেতনতার সহিত এগিয়ে আসতে হবে বলে আহবান জানিয়েছেন।
এছাড়াও নিরাপত্তার স্বার্থে  সেন্টমার্টিন যাতায়তে বিকল্প পথ ব্যবহার করার নির্দেশনা ও দেন টেকনাফ  সংশ্লিষ্ট এলাকাবাসীও পর্যটকদের। এছাড়াও
বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন উপকূলীয় এলাকা সমূহে এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বলে ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন মোঃ সিয়াম-উল-হক সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

আরো পড়ুন।

 

http://সাংবাদিক রতন সরকার স্মৃতি, সম্মাননা পেলেন মুক্ত খবর পত্রিকার প্রতিনিধি রুশমী আক্তার

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *