কক্সবাজারের টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামেয়া দারুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা আবছার উদ্দিন কাসেমীকে অপসারণের জন্য গভীর রাতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। গভীররাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুহতামিম মাওলানা আবছার উদ্দিন পালিয়ে যায়।
সোমবার রাত ৩ টারদিকে শিক্ষার্থীদের এই আন্দোনল শুরু হয় বলে জানা গেছে। খবর পেয়ে সকালে এসআই মুখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদরাসায় উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আন্দোলন কারী শিক্ষার্থীদের প্রস্তাবানুসারে
মাওলানা কারী মুখতার আহমদ কে প্রধান করে চারজনকে অন্তর্বর্তীকালীন পরিচালনার দায়িত্ব প্রদান করা হয় । অন্তর্বতীকালীন দায়িত্বশীলদের অন্যান্য সদস্যরা হলেন- হাফেজ এনামুল হক, মুফতি ওমর ফারুক,মাওলানা আজিজুল হক।
এবিষয়ে সদরে মুহতামিম মাওলানা ক্বারী মুখতার আহমদ কথা বলতে রাজি হননি।
পালিয়ে যাওয়া মুহতামিম মাওলানা আবছার উদ্দিনকে ফোনে না পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন,আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ গেছে। তবে আপাততে মাদরাসা পরিচালনার নতুন দায়িত্বশীল ঠিক করছে মাদরাসার ছাত্র এবং স্থানীয়রা।
আরো পড়ুন।
http://কিশোরগঞ্জে রেলওয়ে স্টেশন মাস্টারকে পেটালো যাত্রীর স্বজনরা।