কক্সবাজারের টেকনাফ মডেল থানার পুলিশের অভিযানে ডাকাতি ও অপহরণ চক্রের সক্রিয় একাধিক মামলার এজাহার নামীয় সদস্য আলাউদ্দিন কে আটক করেছে।
৪ অক্টোবর বিকেলে টেকনাফ মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশে চৌকস একদল পুলিশ টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মাবুদের ছেলে আলাউদ্দিন ( ২৪) কে আটক করেছেন বলে জানিয়েছেন পুলিশ।
আটক কৃত আলাউদ্দিন পুলিশের জিজ্ঞাসাবাদে গত ২৫ সেপ্টেম্বর হ্নীলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড নাটমোরাপাড়া এলাকার আব্দুসালামের ছেলে আতিকুর রহমান (২১) কে আরো অপরাপর অপহরণকারী চক্রের যোগ সাজশে অপহরণ করেছে বলে তথ্য দিয়েছে। এছাড়া ও সে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের দিকে অপরাপর আরো অজ্ঞাত নামা ডাকাত ও অপহরণ চক্রের যোগসাজশে ফোন করে ভীকটিম আতিকের পরিবার থেকে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর কথাও স্বীকার করেছেন। এঘটনায় কে কে জড়িত রয়েছ সে ব্যাপারে ব্যাপক তথ্যদিয়েছেন।
এঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ভীকটিম আতিকের পিতা আব্দুসালাম বাদী হয়ে টেকনাফ মডেল একটি মামলা দায়ের করে।যার নং ৬৪/৫১৭।
এই মামলার পরিপ্রেক্ষিতে গত ৪ অক্টোবর আলাউদ্দিন কে আটক করা হয়েছে বলে টেকনাফ মডেল থানা পুলিশের ওসি গিয়াস উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করেছন।
আরো পড়ুন।
http://ডিএমপির দারুসসালাম থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪।