টেকনাফ হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপর দূর্বৃত্ত দলের হামলা।

টেকনাফ হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপর দূর্বৃত্ত দলের হামলা।

টেকনাফ হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপর দূর্বৃত্ত দলের হামলা।

টেকনাফ বিশেষ প্রতিনিধি সামিরা আক্তার

আগষ্ঠ সকাল পৌনে ৯টারদিকে টমটমযোগে হ্নীলা পুরান বাজার হতে টেকনাফের হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজে যাচ্ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ তৌহিদুল মাশেক তৌহিদ এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক কায়সার রশিদ লালু জনৈক নবী হোছাইনের টমটমযোগে কলেজে যাওয়ার সময় ইউছুপ ডেকোরেশনের দক্ষিন পাশে কলেজ সংলগ্ন এলাকায় পৌছঁলে মুখোশধারী দুই মোটর সাইকেল আরোহী যুবক গাড়ি গতিরোধ করে মুখে প্লাস দিয়ে আঘাত করে দ্রুত মোটর বাইকে উঠে দক্ষিণ দিকে চলে যায়।

পরে ঘটনাস্থলে থাকা সহকর্মীরা টমটম নিয়ে তাঁকে হ্নীলা ষ্টেশন হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টরস চেম্বারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়া হচ্ছে।

মূলত করোনাকালীন পাস করা কিছু ছাত্র নামধারী ও মাদক কারবারী কলেজে ভর্তি হয়ে নিয়মিত ক্লাস না করে যা ইচ্ছে তা করে বেড়ায়। কলেজ প্রশাসনের কঠোর আইনে তাদের বেপরোয়া চলাফেরা, পড়াশুনায় চাপ সৃষ্টি করা আর তাদের অনৈতিক কর্মকান্ডের বাঁধা হওয়ায় এই নৃশংস হামলার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। যা সর্বস্তরে নিন্দার ঝড় তুলেছে।

কারা হামলায় জড়িত তা চৌধুরী পাড়ার রাস্তার মাথায় থাকা গ্যারেজ মিকার ও প্রত্যক্ষদর্শী দোকানদারেরা সজাগ হলে গাড়ি সনাক্ত করে হামলাকারীদের বের করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *