ঠাকুরগাঁও জেলা রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের চুয়ামনি রাজারে দুই মাদক ব্যাবসায়ী আটক করেছে রুহিয়া থানা পুলিশ। জানা যায় আসামী ১/ যোহান মার্ডি পিতা ত্রিফান মার্ডি সাং চাপাতি থানা রুহিয়া জেলা ঠাকুরগাঁও
২/ নরেশ চন্দ্র রায় পিতা বুধারু চন্দ্র রায় সাং মন্ডলাদাম ( রামনাথ) থানা রুহিয়া জেলা ঠাকুরগাঁও।
চুয়ামনি বাজারের পাশ্বে গোপনে যোহান মার্ডি প্রায় পঞ্চাশটি টাইগারের বোতলে করে বাংলা মদ ( চুয়ানি) বিক্রি করে। নরেশ চন্দ্র রায়ের কাছে। নরেশ চন্দ্র রায় একটি ভেন গাড়িত ভাংগারীর ব্যাবসার আরালে মাদক কারবারী করে। একটি ভাংগা পানির টেংকি ভেন গাড়িতে নিয়ে সেই টেংকির ভিতরে বাংলা মদ ঢুকানোর সময় স্থানিয় ১/সুমন ২/স্বপন ৩/ চন্দন ও রতন দেখতে পেলে আসে পাশ্বে লোকজনদের ডেকে তাদের আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে তাদের আটক করে নিয়ে যায় তাদের জিগ্যাসা করলে যোহান মার্ডি আমার কাছে নিয়ে নরেশ চন্দ্র রায় রুহিয়া আজাদ মেলায় বিক্রি করবে বলে আমাকে জানায় তবে রুহিয়া আজাদ মেলার স্বার্থে মেলা কমিটির মিটিংয়ে আলোচনা করে মাদক নির্মুল কমিটিদেরকে মাদক কারবারি দের ধরে আইনের আওতায় আনার জন্য রুহিয়া থানার ছয়টি ইউনিয়নের সর্ব সাধারণ কে অবগত করা হয়েছে
আরো পড়ুন।
http://বরিশাল জেলা জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা