ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন।
ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন
মোঃ শফিকুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
আজ দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে একটি বিক্ষোভ র্যালি বের করে সদর উপজেলার ২২টি ইউনিয়নের ইউপি সদস্যরা।
বিক্ষোভ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে অবস্থান কর্মসূচি পালন করে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ইউপি সদস্য ও সদস্যারা
মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেননি। তাঁরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণকে সেবা দেন। পরিষদ ভেঙে দিলে ও সদস্যদের অপসারণ করলে, মানুষ সেবা পাবেন না। তাই যত দিন মেয়াদ আছে, তত দিন তাঁদের কাজ করতে দিতে হবে।
দাবি না মানলে ঢাকা অভিমুখে রওনা হওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। বিগত তিনটা বছর আমরা সেবা দিতে পারি নাই, নানা কারণে। আগামী যে দুই বছর ক্ষমতায় আছি, আমাদের সঠিকভাবে পরিচালনা করুন। আমরা যেন সাধারণ মানুষকে সঠিকভাবে সেবা দিতে পারি।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ, আমাদের ক্ষমতা এক দিন থাকা কালেও যেন অপসারণ না করা হয়। দাবি না মানলে সদস্যরা নিজ নিজ ইউনিয়নের লোক নিয়ে ঢাকা অভিমুখে রওনা হবেন বলে জানিয়েছেন বক্তারা।
আরো পড়ুন।
http://আজ লামা উপজেলার সরই ইউনিয়নে জাতীয়তাবাদী দল বিএনপি’র জন সমাবেশ অনুষ্ঠিত হয় ।