ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদী থেকে ভাসমান অবস্থায় রেজিয়া (৭০) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের বাজে বাকসা নামক এলাকা সংলগ্ন কুলিক নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রেজিয়া বেগম উপজেলার সন্ধারই সাতঘরিয়া নামক এলাকার মৃত আব্দুল সামাদের স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার সুত্রে জানা গেছে।
সোমবার সকালে জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাটি জানার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবার ও স্থানীয় বরাতে থানা পুলিশ জানায়, নিহতের তিন ছেলে, মেয়ে নেই। কয়েক বছর আগে বড় ছেলে বৈদ্যুতিক শক খেয়ে মৃত্যু বরণ করলে তাদের মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। পড়ে অনেক চিকিৎসা করা সত্ত্বেও ভালো করাতে পারেনি। যখন তখন কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।
নিহতের ছেলে আফতারুল ইসলাম জানান,গতকাল সন্ধ্যায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় আমার মা। আমরা অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। যখন শুনি সকালে নদীতে এক নারীর লাশ পাওয়া গেছে সাথে সাথেই ছুটে এসে দেখি আমার মা।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম জানান, নদী থেকে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ থাকলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরো পড়ুন।
http://পাহাড়ে ভেদাভেদ ভুলে সকল সম্প্রসাদায়ের মিলেমিশে চলার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার।