ঠাকুরগাঁওয়ে নিখোঁজের সাত ঘন্টা পর রবি নামক কিশোর উদ্ধার।
মোঃ শফিকুল ইসলাম
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
ঠাকুরগাঁও জেলা রুহিয়া থানাধীন ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের পাঁচ ওয়ার্ডের বাসিন্দা আব্বাস আলীর ছেলে মোঃ রবিউল ইসলাম ( রবি ) ১৭ গত কাল ০২/১০/২০২৪ ইং রোজ বুধবার প্রতি দিনের ন্যায় ইজিবাইক নিয়ে বেরিয়ে যায়। রবি বিকাল আনুমানিক চারটার সময় একটি লোক পাটিয়াডাঙ্গী বাজার হতে পোল্ট্রি ফিট নিয়ে আসবে বলে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রাওনা হয়। পথিমধ্যে লোকটিকে সন্দেহ মনে হলে গাড়িতে বসে থাকা লোকটির একটি ছবি তোলে চাচাতো ভাইয়ের মোবাইল ফোনে পাঠিয়ে দেন। পরে বিকাল ছয়টার সময় রবির বড় ভাই আবু সায়ীদ ছোট ভাই রবিকে ফোন দেয়। এবং কথা হয় কথার মধ্যে উল্টা পাল্টা মনে হয়। এর মধ্যে কয়েকজন মিলে অনেক খোজা খুজির পরে ঠাকুরগাঁও ছোট খোচাবাড়ী নামক বাজারের পশ্চম পার্শে তাকে পাওয়া যায়। রবির বড় ভাই আবু সায়ীদ জানায় বিকাল ছয়টা হতে আমার ভাইকে অনেক খুজেছি সর্বশেষ রাত আনুমানিক ১২.৫০ মিনিটে ছোট খোচাবাড়ী নামক বাজারের পশ্চিম পার্শ্বে কিযেন নরাচরা করতে দেখা যায়।সাথে সাথে কাছে গিয়ে দেখি আমার ভাই রবি পরে আছে কোন কথা বলছেনা। পরে তাকে সুস্থ করার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বিষয় কিছু জানতে চাইলে তিনি বলেনএখনো মামলা করা হয়নি। আমি আমার ভাইকে খুজতে গিয়ে মামলা করার সময় পাইনি আগামী কাল মামলা দায়েরের ব্যাবস্থা গ্রহণ করবো। ঐবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।
আরো পড়ুন।