ডোমারের জোড়াবাড়ীতে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার।
নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নে ১ দিন ব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ।
বুধবার(১৬ অক্টোবর) উপজেলা জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে “দৃষ্টান্ত সংগঠন মিরজাগঞ্জ” এর আয়োজনে অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আব্দুল কাদের।
এসময় সহকারী শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক(অবঃ) মোশারফ হোসেন, শিক্ষক তোজাম্মেল হক,মোস্তাক মালেক,শরিফুল ইসলাম, হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতনের শিক্ষক ফিরোজ পারভেজ উজ্জল, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী মজিবুল ইসলাম প্রমূখ সহ সংগঠনের সদস্যবৃন্দ।
এতে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন- রংপুর মেডিকেলের অনারারী মেডিকেল অফিসার ডাঃ গোপাল চন্দ রায় ও ডাঃ কৌশিক রায়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি দৃষ্টান্ত সংগঠনের সফলতা কামনা করেন। এবং সামনের দিকে সংগঠন এগিয়ে যেতে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস প্রদান করেন।
এসময় সদস্যরা জানান, ফী মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আরো পড়ুন।
http://বান্দরবানে নানা আয়োজনে পালিত হয় বিশ্ব হাত ধোয়া দিবস।