আমি শেখ হাসিনাকে বলেছি ড.ইউনুসের লেজ কাটতে গিয়ে আপনি ভাল কাজ করছেন না। তাঁর লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার নিজের লেজই কাটা গেছে। আন্দোলনকারী ছাত্রদের সততার প্রশংসা করে কাদের সিদ্দিকী বলেন, প্রত্যেকদিন গাড়ী খুললেই টাকার বস্তা পাওয়া যায়। সব মন্ত্রীরাই চোর। সব মানুষের ভোট চুরি করে তারা ভোটের অধিকার কায়েম করেছে। ঢাকা থেকে ভোট প্যাকেট করে এনে গুনে এমপি হওয়া যায় কিন্তু থাকাযায় না।
১৯ আগষ্ট (সোমবার) বিকেলে টাঙ্গাইলের সখিপুর ঐতিহাসিক তালতলা চত্তরে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকারী দলীয় লোকেরা ছাত্রদের ওপর হামলা করে ভালো করেনি। এতো অল্প সময়ে বাংলাদেশ এর আগে এত মানুষ মরেনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার রক্ত ঘাম বৃথা যায় নাই। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আন্দোলনকারীদের আপনি ডাকতে পারতেন, তোমরা আসো তোমাদের সাথে কথা বলি। তিনি ভাবধরে বসে রইলেন,যদি তাদের ইচ্ছে হয় তারা আসতে পারে। আন্দোলনকীরীদের ইচ্ছে হয়েছে আপনাকে ঘার ধরে বের করে দিয়েছেন। এ সময় তিনি আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের সুস্থ্যতা কামনা করেন।
সভায় উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি আবদুস সবুরের সভাপতিত্বে জেলার সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, বাসাইল পৌর মেয়র ও দলটির সভাপতি রাহাত হোসেন টিপু,সখিপুর উপজেলার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, সহ-সভাপতি ছানোয়ার হোসেন মাস্টার, মির্জাপুর উপজেলার সাধারণ সম্পাদক আরমান তাপস, সখিপুর পৌর শাখার সভাপতি আবু জাহিদ রিপন, আলমগীর সিদ্দিকী, আশিক জাহাঙ্গীর প্রমুখ বক্তব্য দেন।