শারদীয় দুর্গোৎসব ২০২৪-এ, স্বর্গীয় গুরু দয়াল পলান এর আঙ্গিনা সার্বজনীন দূর্গা মন্ডপটি আশুলিয়া থানার শ্রেষ্ঠ পূজামণ্ডপ হিসেবে নির্বাচিত হওয়ায়, ঢাকা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ হতে ঢাকা জেলা পুলিশ সুপার, জনাব, মুঈদ সাহেব সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার, উত্তর, ডিবি ও ট্রাফিক, জনাব, মহরম, সহকারী পুলিশ সুপার দক্ষিণ, অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল, জনাব, শাহীনূর কবির, আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জ, জনাব, আবু বকর সিদ্দিক, সাভার থানার অফিসার্স ইনচার্জ, জনাব জুয়েল মিয়া, ওসি,ডিবি, উত্তর, ও দক্ষিণসহ ঢাকা জেলার সকল থানার অফিসার্স ইনচার্জগণ ও পূজা মন্ডপের নেতৃবৃন্দ।
যাদের সুদক্ষ বিচার বিশ্লেষণে, আমাদের পূজামণ্ডপটি আশুলিয়া থানায় শ্রেষ্ঠ পূজামণ্ডপ নির্বাচিত হয়।, এসময়, "দৈনিক সময় বায়ান্ন " পত্রিকার সম্পাদক ও প্রকাশক, স্বর্গীয় গুরু দয়াল পলান এর আঙ্গিনা সার্বজনীন দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ, তাদেরসহ আশুলিয়া থানার প্রতিটি পূজামণ্ডপকে এই অর্জন উৎসর্গ করেন।।
আরো পড়ুন।