ঢেমশা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানবন্ধন সাতকানিয়ায়।

ঢেমশা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানবন্ধন সাতকানিয়ায়।

ঢেমশা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানবন্ধন সাতকানিয়ায়।

সাতকানিয়া প্রতিনিধি: (চট্টগ্রাম)

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ৮নং ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমনের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানীমূলক মিথ্যা মাললার প্রত্যাহারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পহেলা সেপ্টেম্বর সকালে কেরানিহাট- বাঁশখালী সড়কের ঢেমশা ইউনিয়নের সামনে
ঢেমশা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্যে এলাকাবাসী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্বার মাগফেরাত কামনা করেন। গত স্বৈরাচার সরকারের আমলে নৌকার প্রার্থীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের ভোটে পরাজিত করেছেন, দীর্ঘ ২৭ বছরের চেয়ারম্যান মরহুম সরওয়ার জামাল সুযোগ্য পুত্র মির্জা আসলাম সরওয়ার রিমন। নির্বাচিত হওয়ার পর থেকে সরকার দলীয় নেতাদের মাধ্যমে বিভিন্নভাবে অত্যাচার-জুলম, মামলা-মোকাদ্দমায় প্রতিহিংসার স্বীকার হয়ে আসছিলেন।

ক্ষমতা পালাবদলের পরেও সেই স্বৈরাচারী সরকারের প্রেতাত্মাদের গভীর ষড়যন্ত্র থেমে নেই। এই রিমন চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কট্টর সমর্থক হওয়া সত্বেও তাদের আন্দোলনের উপর হামলাকারী হিসেবে কে বা কাহারও প্ররোচনায় প্ররোচিত হয়ে মির্জা আসলাম সরওয়ার রিমন চেয়ারম্যান কে মিথ্যা,হয়রানি ও ষড়যন্ত্রমূলক ভাবে এই মামলায় জড়িয়ে আসামি করেন।
অবিলম্বে এই মামলা থেকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো ঢেমশার চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমন’র নাম প্রত্যাহার চাই।

তারা আরো বলেন, ক্ষমতা পালাবদলের পর থেকে ঢেমশার চেয়ারম্যান মির্জা আসলাম সরওয়ার রিমন বোর্ডের স্বাভাবিক কার্যক্রমে উপস্থিত হয়ে পরিচালনা করে আসা সত্বেও অনুপস্থিতির অজুহাত দেখিয়ে কোন যাচাই-বাছাই না করে উপজেলা প্রশাসন জন্ম-মৃত্যু সনদ প্রদানের দায়িত্ব উপজেলার অন্য কর্মকর্তার নিকট ন্যস্ত করেন। আমরা অত্র ঢেমশা ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের পক্ষ হয়ে বলতে চাই- অনতিবিলম্বে উপজেলা প্রশাসনের এই সিদ্ধান্ত’র প্রত্যাহার করা হোক।

গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে জয় লাভ করেও ব্যক্তিগত আক্রোশের স্বীকার হয়ে একটি বিশেষ দলের নাম ভাংগিয়ে স্বৈরাচার সরকারের দোসররা রুপ পালটিয়ে রিমন চেয়ারম্যান ও তার সমর্থকদের বাড়ি-ঘর, অফিসে ভাংচুর চালিয়ে ধ্বংস তান্ডব চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এইসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে পরিত্রান চেয়ে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।

আরো পড়ুন।

 

http://বিরল স্থলবন্দর শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *