তোফাজ্জল হত্যার বিচার চেয়ে চান্দখালীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
স্টাফ রিপোটার
সোমবার সকাল ১০টায় চান্দখালী বাজারে চান্দখালী ইসাহাক মাধ্যমিক বিদ্যালয়, চান্দখালী কদভানু বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বরগুনা সরকারি কলেজ এর ছাত্র ও ছিলো বেশ কিছু, মোশারেফ হোসেন ডিগ্রি কলেজে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অভ্যন্তরে মানসিক ভারসাম্যহীন বরগুনার পাথরঘাটার তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনওভাবেই কাম্য না। একটা মানুষকে চোর সন্দেহে এভাবে নির্মমভাবে হত্যা করা কোনও মানুষের কাজ না। এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা চাই শুধু গ্রেফতার নয়, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
আরো পড়ুন।
http://টেকনাফে শিশু তাহমিনা হত্যার ঘটনায় জড়িত দুই জন কে আটক করেছে পুলিশ