কবিতা।
লিখিকা শিউলি আক্তার।
তোমাকে নিয়ে একটা ভালোবাসার গল্প
এই ছেলে তোমাকে নিয়ে একটি ভালোবাসার গল্প লিখতে ইচ্ছে করে, সেই গল্পে থাকবো আমরা দুজন, থাকবেনা কোন রাগ অবিমান শুধু থাকবে সুখ আর মিষ্টি ভালোবাসা, আর সেই ভালোবাসায় কাটিয়ে দিতে চাই শত জন্ম,সারাদিন ব্যাস্ততার পর যখন বালিশে মাথা রাখি তখন যেন চোখের সামনে তোমাকে দেখতে পাই, আর যখন তোমাকে ছোতে চাই সব কিছুর মাঝে তোমাকে খোজে পাই আচ্ছা বলতো কেন এমন হয়?।
আরো পড়ুন।