কক্সবাজার রামু দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ০৫নং ওয়ার্ড বলি পাড়া দিনমজুর সরওয়ার ও তার আপন ভাইকে নৃশংসভাবে কুপিয়েছে।
একই এলাকার শীর্ষ সন্ত্রাসী, কাশেম প্রকাশ (বার্মায়া) কাশেম
তার পুত্র
মো : মিজান মোঃআরমান মোঃ ইমরান
অনুসন্ধানে জানা গেছে, কাশেম বেসরকারি এনজিওর গাড়ি চালক, তিনি বেশিরভাগ সময় কাটান টেকনাফে।বিভিন্ন ইয়াবা ব্যবসায়ির সাথে তার সম্পর্ক রয়েছে।
অতি অল্প সময়ে সে এতসম্পদের মালিক কিভাবে হল
দেখার বিষয়। এসব বিষেয়ে কাশেমের সাথে কথা হলে,তিনি সবকিছু অস্বীকার করেন।
আরো বলেন আমার ছেলে সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
এখানে সাধারণ জনতার প্রশ্ন? রোহিঙ্গা কাশেম কিভাবে বাংলাদেশের নাগরিক দাবি করছেন তা কতিয়ে দেখা হচ্ছে।
এদের দ্রুত গ্রেপ্তার করা না হলে। রামুর আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যেতে থাকবে এমন মন্তব্য সাধারণ জনতার।
অনুসন্ধানে জানা গেছে
আহতদের বিরুদ্ধে উল্টা কিভাবে মামলা রেকর্ড করা হলো খতিয়ে দেখবে অনুসন্ধানী প্রতিবেদক।
আরো পড়ুন।