দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে চাচা আব্দুল মোতালেব গংদের বিরুদ্ধে মামলা করলেন উজ্জল মিয়া
মোঃ আবুল বাসার সাইফুল
স্টাফ রিপোটার
আসামী গন ১নং/মোঃ মোতালিব (৫৫) পিতা মৃতঃ লোকমান দালাল ২নং হানিফ (২৫) পিতা আঃরশিদ ৩নং মোমেন (২৮) পিতা হারুন আর রশিদ ৪নং জাকির (৪২) পিতা মৃতঃ লোকমান দালাল ৫নং আব্দুর রশিদ (৬০) পিতা মৃত লোকমান দালাল সর্ব সাং সেলসারদী পোস্ট সাবদী বাজার থানা বন্দর জেলা নারায়ণগঞ্জ ঘটনার দিন ও তাং ১১/০৭/২০২৪ ইং রোজ বৃহস্পতিবার ঘটনার সময় সকাল ১১ ঘটিকা ঘটনার স্থান দ্বিতীয় পক্ষের বাড়ির সামনে ধারাঃ ১০৭/১১৪/১১৭/(গ) ১ম পক্ষের বিনীত নিবেদন এই যে যেহেতু ১ম পক্ষ এক জন সহজ সরল আইনের প্রতি শ্রদ্ধাশীল লোক হয় বটে পক্ষান্তরে দ্বিতীয় পক্ষগণ হারমাইদ দাঙ্গাবাজ লোক পরবিওলোভী মামলা বাজ কহলপ্রিয় সন্ত্রাসী প্রকৃতির আইনের প্রতি অশ্রদ্ধাশীল লোক হইতেছে বটে যেহেতু ১ম পক্ষের সহিত দূদরান্ত দ্বিতীয় পক্ষগণের আত্মীয়তার সম্পর্ক এবং শত্রুতার জের হিসাবে পূর্বে ও এর জের হিসাবে ২য় পক্ষগণ গালাগালি ও হুমকি প্রদান করে বলে যে তোকে ও তোর বোন কে জীবনের তরে মেরে ফেলবো পরবর্তীতে ঘটনার দিন তারিখ ও সময়ে ১ম পক্ষ ও তার বোন ২নং সাক্ষী ২য় পক্ষের বাড়ীর সামনে দিয়ে যাওয়ার সময় ১ম পক্ষকে দূদারান্ত ১-৫নং দ্বিতীয় পক্ষগণ দা লোহার রড় ছেনী ও বাঁশের লাঠি নিয়া ১ম পক্ষকে জীবনের তরে মারিয়া ফেলার জন্য আক্রমণ করিতে উদ্যত হইলে এমত অবস্থায় বর্তমানে বাদীর স পরিবারকে হুমকির মাধ্যমে রেখেছে সর্বমহল এর কাছে বাদী আইনি সহতা চেয়েছেন বিস্তারিত আরও আসবে পরে
আরো পড়ুন।