টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৫ নং ধোপাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সান্ডালপুর বড় পুকুর পাড়ে শহীদ জিয়া সৈনিক দলের পক্ষ থেকে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ জিয়া সৈনিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জহিরুল ইসলাম (রাজন) এর সভাপতিত্বে উক্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য এবং ৫ নং ধোপাখালী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু। ধনবাড়ী সরকারি কলেজের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজিবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি এবং ধনবাড়ী পৌর বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক হাফেজ খায়রুল ইসলাম মুন্সি। প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন তালুকদার মিন্টু বলেন,' আজকে বাংলাদেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা ভোগ করতে পারছে। কিছু দিন আগেও এই সান্ডালপুর বড় পুকুর পাড়ে এই ভাবে জনগণের সাথে আলোচনায় বসার কথা কল্পনাও করা যেত না ।
আমাকে মিথ্যা মামলা দিয়ে এক মাসের জেল দেওয়া হয়েছিল আওয়ামীলীগ সরকারের আমলে এখন আল্লাহর বিচারের ফয়সালায় সেই ক্ষমতাধর কৃষি মন্ত্রী ভোলা ১৫ দিনের রিমান্ডে জেল খাটছে । আমি আশা করবো আগামী নির্বাচনে সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে আবার ক্ষমতায় আনবেন '। বিশেষ অতিথির বক্তব্যে হাফেজ খাইরুল ইসলাম মুন্সি বলেন,' আপনারা শহীদ জিয়া সৈনিক দল এই সংগঠনের মাধ্যমে ধনবাড়ী উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা জনাব কামাল হোসেন তালুকদার মিন্টু ভাই এর হাতকে শক্তিশালী করবেন । কামাল হোসেন তালুকদার মিন্টু শুধু নামেই প্রভাবশালী নেতা নয় উনি কাজে বিশ্বাসী । ধোপাখালী ইউনিয়নের সর্বস্তরের মানুষ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করবেন , আমাদের ধনবাড়ী মধুপুরের প্রাণের নেতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ভাই এর হাতকে শক্তিশালী করবেন '। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত জনতার মাঝে তোবারক বিতরণ করা হয়।
আরো পড়ুন।
http://বন্দরে নবাগত ইউএনও’র সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত।