অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা'২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩নভেম্বর'২৪ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় নাগরপুর মহিলা কলেজে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত কিন্ডারগার্টেনের প্লে শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় সাতশত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শুরু হওয়ার পূর্বেই অভিভাবকসহ শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হয়। পূর্বনির্ধারিত সকাল ১১:০০ টা হতে পরীক্ষা শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১:০০ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন প্রধান শিক্ষক ও নাগরপুর কিশলয় কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বাবু শম্ভু নাথ সাহা গণমাধ্যমকে বলেন - প্রতিযোগিতার মাধ্যমেই একটি শিক্ষার্থীর পূর্ণ মেধা বিকাশিত হয়। আর মেধাবিকাশের জন্যই আমাদের এই বৃত্তি পরীক্ষা, যা আমরা ধারাবাহিকভাবে প্রতিবছরই নিয়ে আসছি। অত্যন্ত সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে আমাদের আজকের এই পরীক্ষা অনুষ্ঠিত হলো।
শান্তিপূর্ণ ও সফলভাবে পরীক্ষা গ্রহণ করতে পারায় যে সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে, পরীক্ষার কেন্দ্রে যারা কক্ষ পরিদর্শক ছিলেন এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য যারা দায়িত্বে ছিলেন সংশ্লিষ্ট সকলকে নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আরো পড়ুন।
http://বাংলাদেশের বসত ঘরে মিয়ানমারের ছুঁড়া গুলি।