নাজিরপুরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু।

নাজিরপুরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু।

নাজিরপুরে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু।

মোঃ আবুল বাসার সাইফুল ক্রাইম রিপোর্টার।

পিরোজপুর জেলার নাজিরপুরের উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠইমহল এলাকায় গাছ থেকে পড়ে জুলফিকার আলী শেখ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (০৪ ডিসেম্বর) সকালে তিনি গাছ থেকে পড়ে যান। পরে মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত জুলফিকার আলী শেখ উপজেলার চৌঠইমহল গ্রামের মৃত্যু আব্দুল জলিল শেখের ছেলে।
জুলফিকারের স্বজনরা জানান, সকালে একটি গাছের ডালপালা কাটতে ওপরে উঠেন। এ সময় গাছ থেকে তিনি পড়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
নাজিরপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আরএমও উজ্জ্বল মন্ডল জানান, মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কথা অনুযায়ী লাশ দাপনের ব্যবস্থা করা হবে।

 

আরো পড়ুন।

 

http://বান্দরবান জেলা পুলিশ সুপার পর্যটন এলাকার বিভিন্ন পরিবহন মালিক সমিতি সাথে মত বিনিময় করেন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *