নাফ নদীর ওপারে মটার্শেলের বিকট বিস্ফোরণের শব্দে এপারের সীমান্তবাসীর ঘুম ভাঙ্গে।
শামসুল আলম শারেক ,
টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জের ধরে এক সপ্তাহ বিরতির পর নাফ নদীর ওপারে মংডু শহর ঘিরে তুমুল লড়াই চলছে। সারা রাত মিয়ানমারের আকাশে কয়েকটি যুদ্ধ বিমান কে চক্কর দিতে দেখা যাচ্ছে বলে জানান স্থানীয়রা।
মঙ্গলবার(১৫ অক্টোবর) রাত থেকে চলছে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান টেকনাফ সীমান্তের মানুষ। এমনকি ভোররাতে বিকট শব্দের প্রকম্পনে সীমান্তবাসী অনেকের ঘুম ভেঙ্গেছে বলে জানাগেছে।
টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা জানান,মঙ্গলবার রাত ১ টা থেকে এখন পর্যন্ত টানা বিস্ফোরণের বিকট শব্দে শোনা যায়। মিয়ানমারের মংডু শহর কেন্দ্রিক চলছে এই গোলাগুলি। সারাদিন মিয়ানমারের আকাশে চলে যুদ্ধবিমানের চক্কর। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ, আরাকান আর্মির পাল্টা হামলা আবারও তীব্র হয়ে পড়েছে।
সাবরাং ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল ফয়েজ বলেন,টানা এক সপ্তাহ পর সোমবার মঙ্গলবার সারারাক চলছে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বিস্ফোরণের শব্দে টেকনাফের সীমান্তের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে আবারও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে।
আরো পড়ুন।
http://ঠাকুরগাঁওয়ে নদী থেকে ৭০ বছর বয়সী নারীর ভাসমান লাশ উদ্ধার।