নারায়ণগঞ্জে বন্ধু মহলের যৌথ উদ্যোগে আজ বন্দর ময়মনসিংহ পট্টি অফিস কার্যালয় মোঃ ফাহাদ পাঠান এর নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ আবুল বাশার সাইফুল ক্রাইম রিপোর্টার।
আজ ১৫ই নভেম্বর রোজ শুক্রবার বন্দর ২২ নং ওয়ার্ড ময়মনসিংহ পট্টি অফিস কার্যালয় বন্ধু মহলের সার্বিক তত্ত্বাবধানে মোঃ ফাহাদ পাঠান এর নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সকল সদস্যরা বলেন মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত কিশোর গ্যাং মুক্ত নিরাপদ সমাজ, গড়তে চাই আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে সর্বদাই প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ এই সময় উপস্থিত ছিলেন বন্ধুমহলের সকল সদস্যবৃন্দ মোঃ জুম্মন পাঠান,মোঃ শাওন আহমেদ, মোঃ রাসেল,মোঃ পাভেল, মোহাম্মদ মামুন , মোহাম্মদ শরীফ, মোঃ আমিন, মোঃ মামুন, মোঃ রনি, মোঃ আলাল মোঃইমন, সুশান্ত দাস, জিকু , মোঃ জুয়েল, মোঃ রাজু, কৃষাণ দাস, মোঃ সুমন, মোঃ মহসিন, মোঃ শাহি, মোঃ বাবুল, মোঃ আলামিন, মোঃ রুবেল, নিঝু দাস, মোঃ আশরাফ, মোঃ ইউসুফ, মোঃ শরিফ, বেভিন, মোঃ রাব্বি, রতন, মোঃ রোমান, মিঝুন, মোঃ রাব্বি, মোঃ মুন্না, মোঃ মিহাজ, বিজয়, মোঃ লিটন,মোঃ বিল্লাল, মোঃ চয়ন, মোঃ রুবেল, মোঃ আলাল, মোঃ বাপ্পি, দীপ্ত দাস, প্রমুখ
আরো পড়ুন।
http://চট্টগ্রাম সাতকানিয়া বটতল জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন