নাসিম ওসমান সেতুনাম শহীদ আবুল হাসান স্বজনের নামে নামরকরণ করার প্রস্তাবনা -জামায়াত আমীর মমিনুল হক সরকার।
মোঃ উজ্জ্বল বন্দর উপজেলা প্রতিনিধি।
বন্দর বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর উপজেলা দক্ষিন থানা কর্তৃক আয়োজিত ২৯অক্টোবরের নৃশংস হত্যান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে অনুষ্টিত
পুরান বন্দর চৌধরীবাড়ি জনতা ক্লাব মাঠে এক বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়
উক্ত বিক্ষোভ সমাবেশে বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্তিত থেকে নারায়নগঞ্জ জেলা জামায়াত আমীর মমিনুল হক সরকার বলেন অন্তবর্তীকালিন সরকারের নিকট ৫টি দাবি তুলে ধরে তিনি বলেন
১,নং দাবী হলো ২৯ অক্টোবরের সকল শহীদের খুনিদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে, তার পাশাপাশি প্রত্যেক শহীদ পরিবারকে সরকারের দায়িত্ব নিতে হবে।
২.নং দাবী , সরকারী অর্থায়নে গঠিত ফ্যাসিবাদের দোসরদের নামে কোন প্রতিষ্ঠান বা সংস্থা থাকতে পারবেনা, তিনি বন্দরের তৃতীয় শীতলক্ষ্যা সেতু বৈষম্যবিরোধী আন্দোলনে বন্দরের একমাত্র শহীদ আবুল হাসান স্বজনের নামে নামরকরণ করার প্রস্তাবনা পেশ করেন।
৩নং দাবীতে তিনি বলেন বৈষম্যবিরোধী আন্দোলনে সকল শহীদ ও আহত পরিবারেরর আজীবন দায়িত্ব সরকারকে বহন করতে হবে।
৪নং দানী বন্দরের ফ্যাবিাদের দোসরদের নামে কোন প্রতিষ্ঠান থাকতে পারেবনা, যে সকল প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসরদের নাম আছে তা বাতিল করতে হবে।
৫নং দাবী সর্বপরি জুলাই বিপ্লব হত্যাকান্ডের সাথে জড়িত শেখ হাসিনাসহ সকল খুনিদের বিচার দ্রুত বাস্তবায়ন করার আহবান জানান।;এবং২৯।অক্টোবরের নৃশংস হত্যান্ডের বিচারের দাবিতে
তিনি আরো বলেন, ২৯।অক্টোবরের হত্যান্ডের মাধ্যমে ফ্যাসিবাদ গত ১৬ বছর বাংলাদেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে, এই ১৬ বছরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রসিবিরের উপর নৃশংস হত্যাকান্ড চালানো হয়েছে, অন্তবর্তীকালিন সরকার কে উদ্দশ্যে করে তিনি এই সব কথা বলেন।
উক্ত সমাবেসে বন্দর থানা সেক্রেটারি মাওলানা আরিফুর রহমানের সঞ্চালনায়, অন্যদের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন
নারায়নগঞ্জ মহানগর শিবিরের সাবেক দপ্তর সম্পাদক ও বন্দর ইউনিয়ন পূর্বের সভাপতি মাহবুবুর রহমান, হাজীপুর তালিমুল মিল্লাত মাদ্রাসায় সাবেক প্রিন্সিপাল মাওলানা ওমর ফারুক ও বর্তমান প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুল মান্নান আনসারী বন্দর দক্ষিন ইউনিয়নের সভাপতি মোঃ মাইনউদ্দীন, কলাগাছিয়া উত্তর সেক্টেটারি, এড.শাহআলম, কলাগাছিয়া পূর্বে সভাপতি নজরুল ইসলাম আমিনী, কলাগাছিয়া দক্ষিন সভাপতি, আব্দুস সালাম, সাবেক মহানগর শিবিরের শিক্ষা সম্পাদক- হাফেজ আলআমিন, উপজেলা সূরা সদস্য জানে আলম, উপজেলা সূরা সদস্য আব্দল করিম, সাবেক মহানগর শিবিরের সভাপতি হাফেজ কাউছার আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন বন্দর অঞ্চলের সদস্য আব্দুর রহমান, উপজেলা সূরা সদস্য রেজাউল করিম, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবুল হাসান স্বজনের পিতা মো: জাকির হোসেন, বন্দর উপজেলা সূরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ সামসোদ্দাহা, নারায়নগঞ্জ জেলা হেফাজত ইসলামীর যুগ্ন সম্পাদক হাফেজ কবির, মহানগর শিবিরের প্রকাশনা সম্পাদক আল হেলাল, শিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর বিভাগের সদস্য আব্দুল্লা আল মামুন তানজিল প্রমুখ।
আরো পড়ুন।
http://শাহরাস্তিতে যুবদল নেতা জুবায়েরের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।