নিজের ঘরে আগুন দিলো প্রতিবন্ধী ছেলে।

নিজের ঘরে আগুন দিলো প্রতিবন্ধী ছেলে।

নিজের ঘরে আগুন দিলো প্রতিবন্ধী ছেলে।

মোঃসাইদুল ইসলাম তানবীর বরিশাল বিভাগীয় ব্যুরো প্রধান:

বরিশাল মেহেন্দগঞ্জ উপজেলা খরকী গ্রামের একজন মানসিক প্রতিবন্ধী ছেলে টিনশেড ঘরে নিজেই আগুন ধরিয়ে দিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ঃ০০টার দিকেন এই ঘটনা ঘটে। আগুনের ঘরসহ ঘরে ভেতর থাকা আসবাবপত্র পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করে।

স্থানীয় সূত্রে ও পুলিশ জানায়,মানসিক প্রতিবন্ধী মেহেন্দিগঞ্জ উপজেলা খরকী এলাকার টিনশেড ঘরটিতে ছেলে ও মা থাকতেন নারায়ন ঢালীর ছেলে বাদল ঢালী (৩৫)। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন,তার মা তার জ্বালা যন্ত্রণায় ঠিকমতো ঘরে থাকতে পারতেন না তার জন্য পাশের বাড়িতে থাকেন। আগুনের খবরে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্বজনরা ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চাইলে দাঁড়ালো দা দেখায়ে বাদল হালদার বাধা দেন।

বাদল হালদার একজন মানসিক প্রতিবন্ধী। আগুনে ঘরসহ ঘরে ভেতর থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

 

 

আরো পড়ুন।

 

http://শরীয়তপুর ডামুড্যা নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় আব্দুর রহমান সোহেল শরীয়তপুর (ডামুড্যা 01933620733

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *