নোয়াখালীর কবিরহাট উপজেলায় সহকারী শিক্ষকদের ১দফা দাবিতে পদোন্নতি ও ১০ম গ্রেডে বাস্তবায়নের জন্য মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কবিরহাট উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল করিম ও সাধারণ সম্পাদক মোঃআবু ছায়েদ কামাল। বুধবার বিকালে উপজেলার সামনে মানববন্ধন শেষে কবিরহাট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার কাছে স্মারকলিপি জমা দাওয়া হয়।মানব বন্ধনে উপস্থিত ছিলেন প্রায় তিনশতাধিক শিক্ষক।সকলের দাবি একটাই সহকারী শিক্ষকদের পদোন্নতি ও বেতন ১০ম গ্রেডে বাস্তবায়ন করা।
অন্যদিকে শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল করিম বলেন সমযোগ্যতা সম্পূর্ণ অন্যান্য বিভাগে এইচএসসি পাশে ডিপ্লোমা ইন নার্সিং এর বেতন গ্রেড ১০ম তম, পুলিশের সাব ইন্সপেক্টর পদে বেতন ১০ম গ্রেড ও বিভিন্ন মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা স্নাতক সমমান পাস বেতন ৯ম ও ১০ম গ্রেডে তাহলে একজন সহকারী শিক্ষকের বেতন ১৩তম গ্রেডে হয়।এতে করে শিক্ষকদের মনে হতাশা ও মনে কষ্ট অতিবাহিত হয়। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদোন্নতিসহ বেতন ১০ম গ্রেডে বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি।
আরো পড়ুন।
http://খাগড়াছড়ির দিঘিনালায় তিন পর্যটক অপহরণ পঞ্চাশ লক্ষ্য টাকা চাঁদা দাবি পুলিশের তৎপরতায় উদ্ধার